অধিকাংশ শেয়ারদর পতনে কমেছে লেনদেন

ফের টানা দরপতনের বৃত্তে আটকে গেছে দেশের পুঁজিবাজার। টানা পাঁচ কার্যদিবস পতনের পর আজ মঙ্গলবারও কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অধিকাংশ শেয়ারদর ও সবকয়টি সূচক। সেই সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৬ দশমিক ৫৫ পয়েন্ট কমেছে। সূচকটি আজ বাজার শেষে ৫ হাজার ১৯৪ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ৪ দশমিক ০৭ পয়েন্ট কমেছে। আর ডিএসইর শরীয়াহ্ সূচক ৮ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৩৩৮ কোটি ৫৬ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮১ কোটি ৭৪ লাখ টাকা।

এদিন দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৬৫ কোম্পানির। বাকি ২৬৭ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর