economistpost.com

পুঁজিবাজার নিয়ে গুজব-মিথ্যা তথ্য চাই না

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, পুঁজিবাজার নিয়ে আমরা বেস্ট রিপোর্টিং চাই, বেস্ট রিপোর্টিংয়ের কম্পিটিশন চাই, আমরা গুজব চাই না, মিথ্যা তথ্য চাই না। আমরা চরিত্র হরণ চাই না।

তিনি বলেন, চলতি ডিসেম্বর মাস থেকেই আমরা সুশাসনের ব্যাপারে কঠোর হওয়া শুরু করেছি এবং বিনা কারণে যে সরকারের বদনামগুলো হয়, তা থেকে আমরা বেরিয়ে আসছি। নির্বাচনের পর আরও কঠোর হব। গুটিকয় লোকের জন্য পুঁজিবাজার বা অর্থবাজারের দুর্নাম হবে, সেই দিন শেষ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকা ক্লাবে আয়োজিত ‘সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসইসির চেয়ারম্যান বলেন, আপনারা কেউই এমন (মিথ্যা প্রতিবেদন) কাজ করেন না। আপনারা সবাই সম্মানিত। পেশা আপনাদের সাংবাদিকতা। আপনারা সবাই নিজ প্রফেশনকে সম্মান করেন। তবুও আপনাদের মধ্যে দু-একজন ঢুকে যায়। ঢুকে আপনাদের পরিচয় ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে আমাদেরকে খুব কষ্ট দেয়।

অনুষ্ঠানে পুঁজিবাজার বিষয়ক রিপোর্টিংয়ে পেশাগত কাজের স্বীকৃতি স্বরূপ তিন সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনলাইন মিডিয়া অর্থসংবাদ ডটকমের সিনিয়র রিপোর্টার জাকির সিকদারসহ আরও দুইজন সাংবাদিক এই অ্যাওয়ার্ড পেয়েছেন।

শেয়ারবাজারের রিপোর্টারদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) যৌথভাবে এ পুরস্কার দিয়েছে। পুরস্কারের মধ্যে রয়েছে সনদ, ক্রেস্ট এবং এক লাখ টাকার চেক।

শেয়ারবাজার বিষয়ক রিপোর্টিংয়ে অ্যাওয়ার্ড পাওয়া অন্য দুজন হলেন- প্রিন্ট মিডিয়ায় দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার ফখরুল ইসলাম এবং টেলিভিশন ক্যাটাগরিতে বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার মইনুল আহসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ)চেয়ারম্যান ও সাবেক মূখ্য সচিব মো. নজিবুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিএমএসএফ-সিএমজেএফ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড -২০২৩ এর আহ্বায়ক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

পুরস্কারের জন্য তিন ক্যাটাগরিতে মোট ২০ জন রিপোর্টার প্রতিযোগিতার জন্য রিপোর্ট জমা দিয়েছিলেন। নির্বাচনে জুরি বোর্ড গঠন করা হয়। বোর্ডের বিচারকের দেয়া নম্বরের সম্মিলিত যোগফলের ভিত্তিতে সেরা রিপোর্টার নির্বাচিত করা হয়।

এমআই

Exit mobile version