economistpost.com

দেড় ঘন্টায় লেনদেন ২৮৪ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ২৮৪ কোটি ৯৪ লাখ টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর ) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ০ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৪২ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৫ এবং ‘ডিএস৩০’ সূচক ৩ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৮টি কোম্পানির শেয়ারের।

 

Exit mobile version