economistpost.com

সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৪৬ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএস৩০ সূচক ৬ দশমিক ৪৮ পয়েন্ট বেড়েছে। আর ডিএসইএস সূচক কমেছে ১ দশমিক ৭৫ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট ৬৬০ কোটি ৬১ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৭ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৪৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৯৩ কোম্পানির। বাকি ৭২ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

Exit mobile version