economistpost.com

দর বৃদ্ধিতে মিউচুয়াল ফান্ডের আধিপত্য

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধিতে চমক দেখিয়েছে মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানিগুলো। আজ গেইনার তালিকায় ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৫টিই মিউচুয়াল ফান্ড খাতের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের। কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ টাকা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েলের শেয়ারপ্রতি ৯ দশমিক ৯০ শতাংশ দর বেড়েছে। আর ৯ দশমিক ৭২ শতাংশ ইউনিটদর বাড়ায় তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে আইসিবি এমপ্লয়ি প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান।

এদিন টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি এমসিএল সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং রিলায়েন্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড।

এসএম

Exit mobile version