economistpost.com

ডিবিএইচ ফাইন্যান্সের বন্ড অনুমোদন

পুঁজিবাজারে ব্যাংকিং খাতে তালিকাভুক্ত কোম্পানি ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ৩৫০ কোটি টাকার বন্ড ইস্যুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ৩৫০ কোটি টাকার বন্ডটি হবে নন-কনভার্টিবল রিডিমেবল ফিক্সড কুপন বিয়ারিং সিনিয়র বন্ড। এর নাম- ডিবিএইচ এফোর্ডেবল হাউজিং বন্ড, যার মেয়াদ হবে ৫ বছর। বন্ডটির বিনিয়োগকারী হিসেবে থাকবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বা আইএফসি।

বন্ডটি প্রাইভেট অফারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এর মাধ্যমে অর্থ উত্তোলন করে ডিবিএইচ ফাইন্যান্স দেশের মধ্যম ও নিম্ন আয়ের লোকদের মাঝে গৃহনির্মাণ ঋণ প্রদান করবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। আলোচ্য বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

এমআই

Exit mobile version