economistpost.com

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে বিডি থাই

বিডি থাই

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে বিডি থাই অ্যালুমনিয়াম লিমিটেড।

ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিদায়ী সপ্তাহে বিডি থাই অ্যালুমনিয়াম লিমিটেডের শেয়ারদর ৩১ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বমোট ২৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবেলি মিউচুয়াল ফান্ড লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৭ দশমিক ৩৫ শতাংশ। তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৭৮ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রূপালী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইসিবি ইম্পোলয়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ও আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।

Exit mobile version