economistpost.com

সপ্তাহজুড়ে লিবরা ইনফিউশনের সর্বোচ্চ দরপতন

বিদায়ী সপ্তাহে (২৪ ডিসেম্বর-২৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৩টির শেয়ার ও ইউনিট দর পতন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে লিবরা ইনফিউশন লিমিটেডের।

ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহের ব্যবধানে লিবরা ইনফিউশনের শেয়ার দাম কমেছে ৩৬ দশমিক ৮২ শতাংশ।

জেমিনি সী ফুড তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৩৬ দশমিক ৫৮ শতাংশ। আর ১৯ দশমিক ৬০ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বীচ লিমিটেড।

টপটেন লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যান্ডার্ড সিরামিকস, ওরিয়ন ইনফিউশন, আনলিমা ইয়ার্ন, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ, বীচ হ্যাচারি ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।

Exit mobile version