economistpost.com

আধিপত্য মিউচুয়াল ফান্ডের, নেতৃত্বে লোকসানি প্রতিষ্ঠান

বিদায়ী সপ্তাহে (২৪ ডিসেম্বর-২৮ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় আধিপত্য ছিলো মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠানের। আর নেতৃত্বে ছিল লোকসানে থাকা কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়ামের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে ডিএসইতে সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে ৬টিই ছিল মিউচুয়াল ফান্ড। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ৩১ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে ২৭ টাকা ৯০ পয়সায়।

সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া বিডি থাই সর্বশেষ হিসাববছরে লোকসানে রয়েছে। সর্বশেষ হিসাববছরে (৩০ জুন,২০২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৫২ পয়সা। এরপর ৩০ সেপ্টেম্বর,২০২৩ সমাপ্ত প্রথম প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১৯ পয়সা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে আইসিবি রয়েছে এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ২৭ দশমিক ৩৫ শতাংশ। তৃতীয় স্থানে থাকা প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ৭৮ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রূপালী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইসিবি ইম্পোলয়েজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ও আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড।

Exit mobile version