ব্লকে ৫৩ কোটি টাকার লেনদেন

block

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৭৭টি কোম্পানির মোট ৫৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (০২ জানুয়ারি ) ব্লকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্ল রিসোর্টের। কোম্পানিটি ৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে ডিবিএইচ ফাইন্যান্সের ৫ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মঙ্গলবার ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৪ কোটি ৩৪ লাখ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩ কোটি ৪২ লাখ ৪৬, এসবিএসি ব্যাংকের ২ কোটি ২২ লাখ ৫ হাজার, বিকন ফার্মার ২ কোটি ৬২ লাখ ৮১ হাজার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ১ কোটি ৩২ লাখ ৭৭ হাজার, পাওয়ার গ্রিডের ১ কোটি ৩২ লাখ ১৮ হাজার এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১ কোটি ১৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর