নির্বাচনের দিন বন্ধ থাকবে শেয়ারবাজার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি (রোববার) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ফলে ওইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সকল কার্যক্রম বন্ধ থাকবে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নির্বাচন উপলক্ষে আগামী রোববার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন এবং অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৮ জানুয়ারি তথা সোমবার থেকে পুঁজিবাজারের সকল কার্যক্রম আগের নিয়মে চালু হবে।

এর আগে গত ৩১ ডিসেম্বর নির্বাচন উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের আলোকে ব্যাংক বন্ধ রাখার বিষয়ে এই প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক।

এমআই

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর