বিমা আইন লঙ্ঘন ও অর্থ আত্মসাৎ করায় স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ও ভাইস চেয়ারম্যান মো. শহীদুল আহসানকে অপসারণ করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। একই সঙ্গে কোম্পানিটির ১০ পরিচালককে অপসারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আইডিআরএ’র আইন শাখার পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ স্বাক্ষরিত পৃথক পৃথক নির্দেশনায় এ অপসারণ আদেশ জারি করা হয়।
জানা গেছে, এর আগে বিমা আইন লঙ্ঘনের কারণ ব্যাখ্যা করতে ৪ ডিসেম্বর মাকসুদুর রহমানকে নোটিশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে চেয়ারম্যান পদ থেকে কেন অপসারণ করা হবে না- সে ব্যাখ্যাও দিতে বলা হয়।
অপসারণ হওয়া ১০ পরিচালক হলেন- নুরুল আলম চৌধুরী, মো. বাহারুল আহসান, মারজানুর রহমান, ফারাহ আহসান, এ বি এম আব্দুল মান্নান, শাসসুন নাহার রহমান, মো. ফিরোজুল আহসান, মো. কামরুল আহসান, মো. মঞ্জুরুল ইসলাম এবং মদিনা তুন নাহার।