economistpost.com

টানা তিনদিন বন্ধ পুঁজিবাজার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী রবিবার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। ওই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আগামী রবিবার দেশের উভয় পুঁজিবাজার, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (বিএসইসি) সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী রবিবার নির্বাচন উপলক্ষে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া, এর আগের দুইদিন অর্থাৎ আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (৫ ও ৬ জানুয়ারি) সাপ্তাহিক বন্ধ। সে হিসেবে একটানা তিনদিন দেশের সকল ব্যাংকসহ উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ থাকবে।

আগামী সোমবার (৮ জানুয়ারি) থেকে স্বাভাবিক নিয়মে উভয় পুঁজিবাজারে লেনদেন চালু হবে।

এর আগে, ব্যাংক হলিডে উপলক্ষে গত শুক্রবার থেকে রবিবার দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ ছিল।

Exit mobile version