economistpost.com

আর্থিক প্রতিবেদন প্রকাশে বাড়তি সময় পেল সামিট পাওয়ার

পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের (এসপিএল) আর্থিক প্রতিবেদন প্রকাশে বাড়তি সময় অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৮ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন; ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানিটির প্রথম প্রান্তিক; ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিক প্রকাশে সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩১ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে কোম্পানিটি আলোচ্য আর্থিক প্রতিবেদনগুলো প্রকাশ করতে পারবে।

এর আগে গত ৪ জানুয়ারি বিএসইসি কোম্পানিটিকে এ ব্যাপারে অনুমোদন প্রদান করে।

ডিএসইতে ২০০৫ সালে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের এই কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। ২০২২ হিসাববছর শেষে কোম্পানিটি বিনিয়োগকারীদের শেয়ার প্রতি লভ্যাংশ দিয়েছিলো ২০ শতাংশ বা ২ টাকা।

এমআই

Exit mobile version