economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩২ প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (০৮ জানুয়ারি) ডিএসইতে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৪ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মাইডাস ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, রূপালী ব্যাংক, ফু-ওয়াং ফুডস, এফএএস ফাইন্যান্স, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ড, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Exit mobile version