এল আর গ্লোবাল ফান্ডের নগদ লভ্যাংশ বিতরণ

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান। গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ সমাপ্ত সময়ের জন্য ঘোষিত এই লভ্যাংশ পাঠানো হয়।

মঙ্গালবার (০৯ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বিনিয়োগকারীদের কাছে বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি ইউনিট হোল্ডারদের শেয়ার প্রতি ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সূত্র অনুযায়ী, সমাপ্ত হিসাববছর শেষে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৮ পয়সা।

কাফি

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর