প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালো বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এসময় বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দীন আহমদ, কমিশনার ড. মিজানুর রহমান, কমিশনার মো. আব্দুল হালিম এবং কমিশনার ড. রুমানা ইসলাম।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর পর থেকে থেকে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন ইতিবাচক ধারায় রয়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর