অর্থমন্ত্রীকে অভিনন্দন জানালেন বিএসইসি চেয়ারম্যান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ অভিনন্দন জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, কমিশনার অধ্যাপক ডা. মিজানুর রহমান, কমিশনার আব্দুল হালিম ও কমিশন অধ্যাপক রুমানা ইসলাম।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। তিনি নৌকা প্রতীকে ২ লাখ ৩২ হাজার ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর