economistpost.com

সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১০ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৮৫ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচকে ৪ দশমিক ২২ পয়েন্ট বেড়েছে এবং ডিএস৩০ সূচক ৬ দশমিক ১০ পয়েন্ট যোগ হয়েছে।

ডিএসইতে আজ মোট ৫০৮ কোটি ৪৭ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৫ কোটি ৩৯ লাখ টাকা।

বুধবার দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৪৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৪১ কোম্পানির। বাকি ২৭ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

Exit mobile version