ব্লকে ৩৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৭৭টি কোম্পানির মোট ৩৯ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১০ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল রিসোর্টের। কোম্পানিটির ৮ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড।

বুধবার ব্লকে লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার, সিলভা ফার্মার ১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার, ইসলামীক ফাইন্যান্সের ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার, ই-জেনারেশনের ১ কোটি ২২ লাখ ১০ হাজার, এমারেল্ড অয়েলের ১ কোটি ১৪ লাখ ৯৯ হাজার, একমি পেস্টিসাইডের ১ কোটি ১০ লাখ ৮ হাজার এবং বিকন ফার্মার ৯৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর