economistpost.com

এসএমই মার্কেটে সূচক ও লেনদেনে বড় উত্থান

SME এসএমই

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে সূচকের বড় উত্থান হয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় আজ টাকার অংকে লেনদেন বেড়েছে দ্বিগুণের বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১০ জানুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ৬৪ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭২ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৫টি কোম্পানির। দর কমেছে ২টির। আর বাকী ১টি কোম্পানির শেয়ারদর আর অপরিবর্তিত রয়েছে।

আজ এসএমইতে ৯৯ লাখ ০৪ হাজার ৮৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৪ কোটি ৩৫ লাখ ২৭ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৬ লাখ ৪৪ হাজার টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১২ কোটি ৪৮ লাখ ৩৯ হাজার টাকা। এই বড় উত্থানের পেছনে একমাত্র কারন হিসাবে রয়েছে এসএমই মার্কেটে আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ শেয়ারের দর বৃদ্ধি।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিডি পেইন্টস লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ১১ লাখ ৭০ হাজার ৭২৭টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৩ কোটি ২৪ লাখ ৪৯ হাজার টাকা।

বুধবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বেঙ্গল বিস্কুট লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০৫ টাকা ৮০ পয়সায়।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩৭ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ৩০ শতাংশ কমেছে।

এসএম

Exit mobile version