সেন্ট্রাল ফার্মার সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর কমেছে। এদিন সবচেয়ে বেশি দর কমেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ডিএসইতে সেন্ট্রাল ফার্মার শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৭০ শতাংশ কমেছে।

দরপতনের দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আজ ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। আর ৫ দশমিক ৮৬ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম।

বৃহস্পতিবার সর্বোচ্চ দর হারানো অপর কোম্পানিগুলো হচ্ছে- জোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ইসলামিক মিউচুয়াল ফান্ড, মাইডাস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, প্যাসিফিক ডেনিমস এবং প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর