লেনদেন কমেছে এসএমই মার্কেটে

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের পুঁজিবাজারের স্বল্প মূলধনী কোম্পানিগুলোর (এসএমই প্লাটফর্ম) মার্কেটে সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এসএমইর প্রধান সূচক ‘ডিএসএমইএক্স’ আগের কার্যদিবসের তুলনায় ১ দশমিক ২২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে।

এদিন এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে ৭টির দর বেড়েছে। দর কমেছে ৮টির এবং বাকী ২টির দর আজ অপরিবর্তিত রয়েছে।

আজ এসএমইতে ৯৪ লাখ ২৩ হাজার ৮০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৪ কোটি ৩৫ লাখ ২৭ হাজার টাকা।

আজ এসএমই প্লাটফর্মে লেনদেন করা কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিটির ২৩ লাখ ১৭ হাজার ৮৯৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজারমূল্য ৪ কোটি ০৯ লাখ ৩৪ হাজার টাকা।

বৃহস্পতিবার স্বল্প মূলধনী কোম্পানিগুলোর মার্কেটে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। বাজার শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩০ টাকা ২০ পয়সায়।

অপরদিকে সর্বোচ্চ দরপতন হয়েছে হিমাদ্রি লিমিটেডের। আজ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০৫ টাকা বা ৪ দশমিক ৯৮ শতাংশ কমেছে।

এসএম

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর