economistpost.com

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে খাদ্য খাত

সমাপ্ত সপ্তাহে (১২-১৬ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে খাদ্য খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৫ দশমিক ৮০ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, প্রকৌশল খাতে ১৪ দশমিক ৭০ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সাধারণ বিম খাতে ১২ দশমিক ১০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে বস্ত্র খাতে ৯ দশমিক ৫০ শতাংশ, ফার্মা খাতে ৮ দশমিক ৬০ শতাংশ, বিবিধ খাতে ৮ দশমিক ৩০ শতাংশ, কাগজ খাতে ৬ দশমিক ৩০ শতাংশ, আইটি খাতে ৪ দশমিক ৩০ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৩ দশমিক ৭০ শতাংশ, ট্যানারি খাতে ৩ দশমিক ১০ শতাংশ, জীবন বিমা খাতে ৩ শতাংশ, ভ্রমণ খাতে ২ দশমিক ৭০ শতাংশ, সিমেন্ট খাতে ২ দশমিক ১০ শতাংশ, সেবা-আবাসন খাতে ১ দশমিক ৭০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৬০ শতাংশ, সিরামিক ও ব্যাংক খাতে ০ দশমিক ৪০ শতাংশ, পাট খাতে ০ দশমিক ৭০ শতাংশ এবং আর্থিক খাতে ০ দশমিক ৩০ শতাংশ।

Exit mobile version