সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৪ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ১১ পয়েন্ট বেড়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ৩০২ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচকে ২ দশমিক ৩২ পয়েন্ট হরিয়েছে এবং ডিএস৩০ সূচক ১ দশমিক ৭০ পয়েন্ট যোগ হয়েছে।

ডিএসইতে আজ মোট ৭৬৪ কোটি ৯৪ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫২ কোটি ৮৪ লাখ টাকা।

রোববার দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৫৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ১৮১ কোম্পানির। বাকি ৯৯ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর