economistpost.com

চলতি মাসে শুরু হচ্ছে ক্রাউন সিমেন্টের ৬ষ্ঠ ইউনিটের উৎপাদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্টের ৬ষ্ঠ ইউনিটের উৎপাদন চলতি জানুয়ারি মাসেই শুরু হবে। গতকাল রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এই ইউনিটের উৎপাদন ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হবার কথা থাকলেও ইউক্রেন-রাশিয়া সংঘাতের কারণে এই ইউনিটের মেশিনারিজ সরবরাহ ব্যাহত হয়। যার ফলে পিছিয়ে যায় ইউনিটির উৎপাদনের সময়।

আরও জানা যায়, মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে অবস্থিত এ উৎপাদন কেন্দ্রের উৎপাদন ক্ষমতা দৈনিক ৮ হাজার ২৮০ মেট্রিক টন। ২০২১ সালের ৫ জুন কোম্পানিটি ৬ষ্ঠ ইউনিট স্থাপনের মাধ্যমে উৎপাদনক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

সূত্র মতে, বর্তমানে এমআই সিমেন্ট ফ্যাক্টরির দৈনিক উৎপাদনক্ষমতা ১১ হাজার মেট্রিক টন। কোম্পানির ৬ষ্ঠ ইউনিটটি চালু হলে কোম্পানির দৈনিক উৎপাদনক্ষমতা বেড়ে ১৯ হাজার ২৮ মেট্রিক টনে উন্নীত হবে। এর ফলে কোম্পানিটির সিমেন্ট উৎপাদনক্ষমতা প্রায় ৭৫ শতাংশ বাড়বে।

Exit mobile version