সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বৃদ্ধিতে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় এদিন কমেছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৭ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৪৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৭ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ১৩৯০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ২১৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭৬০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৮০০ কোটি ৮৪ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৫৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭১টি কোম্পানির, বিপরীতে ৯৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর