economistpost.com

সাপ্তাহিক দরবৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

ওরিয়ন ইনফিউশনে

বিদায়ী সপ্তাহে (জানুয়ারি ১৪-জানুয়ারি ১৮) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৮৭ কোম্পানির মধ্যে ৯৪টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহজুড়ে ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর বেড়েছে সবচেয়ে বেশি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে ওরিয়ন ইনফিউশনের ১৭৬ কোটি ১৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তাতে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৫ দশমিক ৮২ শতাংশ।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ার দর বেড়েছে ২৩ দশমিক ১৩ শতাংশ। আর শেয়ারদর ২২ দশমিক ০২ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১৬ দশমিক ১৫ শতাংশ, ইনটেক লিমিটেডের ১৪ দশমিক ০৬ শতাংশ, দেশবন্ধু পলিমারের ১৩ দশমিক ৭৬ শতাংশ, খান ব্রাদার্সের ১২ দশমিক ৩২ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৪৭ শতাংশ, শমরিতা হাসপাতালের ৮ দশমিক ৯৫ শতাংশ এবং কোহিনূর কেমিক্যালের ৮ দশমিক ৪০ শতাংশ শেয়ারদর বেড়েছে।

Exit mobile version