economistpost.com

আসছে বড় বিনিয়োগ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ সিইও ফোরামের

দেশের পুঁজিবাজারের উন্নয়নে বড় আকারের বিনিয়োগ আনতে চলেছে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। তাতে বাজারে লেনদেনের গতি কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যত পুঁজিবাজার আরও উন্নয়নসমৃদ্ধ হবে। ফলে ফ্লোর প্রাইস প্রত্যাহারের ঘটনায় আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার আহ্বান জানিয়েছে শীর্ষ ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন সিইও ফোরাম।

রোববার (২১ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত পুঁজিবাজারে বর্তমান অবস্থায় করণীয় নির্ধারণের লক্ষ্যে শীর্ষ সিইও ফোরামের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিইও ফোরামের প্রেসিডেন্ট ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমান। এ সময় সিইও ফোরামের সদস্যবৃন্দ ছাড়াও শীর্ষপর্যায়ের ব্রোকার হাউজের ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে যাচ্ছে। আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই, যাতে বাজার এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। তাই বাজার নিয়ে উদ্বেগের তেমন কিছু নেই। শুধু ফ্লোরপ্রাইস প্রত্যাহারের কারণে যাতে বিনিয়োগকারীরা আতঙ্কিত না হন, বাজারে বিক্রির চাপ তৈরি না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

আরও পড়ুন: বিনিয়োগকারীদের প্যানিক না হওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের

তিনি বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আজকে আমরা সবাই ডিলার অ্যাকাউন্টে ১ থেকে ৫ কোটি টাকা বিনিয়োগ করব। ডিলার অ্যাকাউন্ট থেকে কোনো শেয়ার বিক্রি করব না। বিনিয়োগকারীদের আমরা ইতিবাচকভাবে বোঝানোর চেষ্টা করব, যেসব শেয়ারের ক্রেতা থাকবে না, সেখানে বিক্রির আদেশ বসানো হবে না। ট্রেডারদের এ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হবে। বৈঠকে উপস্থিত সবাই একমত হয়েছেন যে, এই অবস্থায় পুঁজিবাজারকে গতিশীল করার জন্য সবার জায়গা থেকে সহযোগিতা করবেন।

ফ্লোর প্রাইস (শেয়ার দরের সর্বনিম্ন সীমা) আরোপের প্রায় দেড় বছর পর গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক আদেশে তা তুলে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে আজ থেকে ৩৫টি ছাড়া বাকি সব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো ফ্লোরপ্রাইস ছাড়াই লেনদেন শুরু করে।

লেনদেন শুরুর দিকে ডিএসইতে মূল্যসূচক কিছুটা কমে আসলেও সময়ের ব্যবধানে সূচক এবং লেনদেনের পরিমাণ বাড়তে শুরু করেছে।

Exit mobile version