economistpost.com

চীনের অর্থ ছাড় আগের চেয়ে সহজ হবে: অর্থমন্ত্রী

চীনের অর্থ ছাড় আগের চেয়ে সহজ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রোববার (২১ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, উন্নয়নে নেওয়া প্রকল্পগুলোতে চীনের প্রতিশ্রুতি রয়েছে। চীনের অর্থায়ন ছাড় আগের চেয়ে সহজ হবে বলে আমি আশা করি।

এসময় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, নতুন সরকারের সঙ্গে আমাদের নতুনভাবে কাজ শুরু হয়েছে। এজন্য আজ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। বাংলাদেশ চায়না দ্বি-পাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে নতুন অর্থমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন বলে জানিয়েছেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হওয়ার কারণে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার হবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর, বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন করে শুরু হবে বলেও জানান রাষ্ট্রদূত।

Exit mobile version