economistpost.com

এমারেল্ড অয়েলের সর্বোচ্চ দরপতন

এমারেল্ড অয়েল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ২৯৪টি কোম্পানির মধ্যে ১২৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এমারেল্ড অয়েল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২০ নভেম্বর) এমারেল্ড অয়েলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১০ টাকা বা ৯ দশমিক ২৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা প্রিন্টিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ০৪ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ১৩ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এমবি ফার্মা।

সোমবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- জেমিনি সী ফুড, দেশবন্ধু পলিমার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লিবরা ইনফিউশন, রিপাবলিক ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট ও হাওয়েল টেক্সটাইল লিমিটেড।

Exit mobile version