economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে ঢাকা ডাইং

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ প্রতিষ্ঠানের মধ্যে ২০৭ টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দা ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২২ জানুয়ারি) ডিএসইতে ঢাকা ডাইংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ২ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯৯ শতাংশ।

সোমবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইনটেক, আফতাব অটোমোবাইলস, সেন্ট্রাল ফার্মা, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড, জাহিন স্পিনং লিমিটেড। 

Exit mobile version