economistpost.com

লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো ক্যাপিটেক আইবিবিএল ফান্ড

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক আইবিবিএল শরীয়াহ ইউনিট ফান্ড। আলোচ্য বছরে লোকসান হওয়ায় কোম্পানিটি এ সিদ্ধান্ত নেয়।

বুধবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ট্রাস্টি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সমাপ্ত হিসাববছর শেষে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ৫৯ পয়সা। তাতে আলোচ্য বছরে ফান্ডটির মোট ১ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার টাকা লোকসান হয়।

গত ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিইউ) ছিলো ৯ টাকা ৫৮ পয়সা।

Exit mobile version