economistpost.com

হাথুরুর পছন্দে ফের ব্যাটিং কোচ হচ্ছেন সামারাবিরা!

আবার বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হচ্ছেন থিলান সামারাবিরা? যদিও সম্ভাব্য ব্যাটিং কোচের তালিকায় আরও কয়েকটি বড় নাম আছে। তারপরও অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, সাবেক লঙ্কান টেস্ট ক্রিকেটার ও টাইগারদের সাবেক ব্যাটিং কোচ সামারাবিরাই আবারও দায়িত্ব পেতে যাচ্ছেন।

কারণটা পরিষ্কার। সামারাবিরার ব্যাপারে টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের উৎসাহ প্রবল। জানা গেছে, সেই ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই সম্ভাব্য ব্যাটিং কোচ হিসেবে সামারারিরার নাম প্রস্তাব করে রেখেছেন হাথুরুসিংহে।

বিসিবির দেওয়া স্পেশালিস্ট কোচের বিজ্ঞাপন দেখে এবার সামারিবিরাও ব্যাটিং কোচের পদে আবেদন করেছেন।

বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় জানান, তারা এরই মধ্যে অনলাইনে কয়েকজন স্পেশালিস্ট কোচের ইন্টারভিউ নিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যেই বিসিবি অনলাইনে সব আবেদনকারী কোচের ইন্টারভিউ নিয়ে সম্ভাব্য নতুন কোচের নাম নিজেদের সুপারিশ বোর্ডে জমা দেবেন। ধারণা করা হচ্ছে, বিসিবির পরবর্তী সভায় তা অনুমোদিত হবে।

এর আগে হাথুরু যখন বাংলাদেশের হেড কোচের দায়িত্বে ছিলেন, তখন ব্যাটিং কোচ হিসেবে বছর দুয়েক (২০১৬-২০১৭) টাইগারদের সঙ্গে কাজ করেছেন সামারাবিরা। পরে হাথুরুসিংহে টিম বাংলাদেশের কোচের পদ থেকে সরে দাঁড়ালে সামারাবিরাও দায়িত্ব ছাড়েন।

এদিকে ভেতরের খবর, বর্তমানে যিনি বাংলাদেশ যুবদলের (অনূর্ধ-১৯) প্রধান কোচ, সেই স্টুয়ার্ট ল’ও জাতীয় দলের ব্যাটিং কোচ হতে আগ্রহী। বিসিবির দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, স্টুয়ার্ট ল ব্যাটিং কোচ পদে আবেদন করেছেন।

তবে স্টুয়ার্ট ল এই পদে দায়িত্ব না পাওয়ার বড় কারণ হতে পারে হাথুরুর অনাগ্রহ। নামডাক এবং কোচিং অভিজ্ঞতায় হাথুরুর থেকে অনেকটাই এগিয়ে স্টুয়ার্ট ল। এখানে স্বার্থের সংঘাতের একটা ব্যাপার চলে আসতে পারে। এছাড়া সামারাবিরা হাথুরুর নিজের দেশ শ্রীলঙ্কার। সবমিলিয়ে তার পাল্লাই ভারি মনে হচ্ছে।

এদিকে ইংল্যান্ডের পল নিক্সনও বাংলাদেশের ব্যাটিং কোচ হতে আগ্রহী। তিনি আবেদন করেছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটার তুষার ইমরানও আবেদন করেছেন বলে জানা গেছে।

তবে বিসিবি পরিচালক, এইচপি চেয়ারম্যান ও কোচ নিয়োগ কমিটির অন্যতম সদস্য নাইমুর রহমান দুর্জয় আজ মঙ্গলবার রাতে বিসিবিতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে জানিয়েছেন, তুষার ইমরানের আবেদনপত্র গৃহীত হয়নি। বাতিল হয়ে গেছে। কারণ তিনি সময় পার হওয়ার পর আবেদন করেছেন।

অস্ট্রেলিয়ার শন টেইট, নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামস, ওয়েস্ট ইন্ডিজের কোরি কোলেমোর ও বাংলাদেশের মাহবুব আলী জাকিও বাংলাদেশের পেস বোলিং কোচ হতে আবেদন করেছেন।

এর মধ্যে শন টেইটের আবেদনপত্র কাটা যাচ্ছে। কারণ, বিসিবি থেকে আজ মঙ্গলবারই জানানো হয়েছে সাবেক এ অসি ফাস্টবোলার এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন। ফলে কোরি কোলেমর বা আন্দ্রে অ্যাডামসের কেউ একজনই হয়তো তাসকিন, শরিফুল-মোস্তাফিজদের কোচ হতে যাচ্ছেন।

Exit mobile version