economistpost.com

লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় এদিন লেনদেন বেড়েছে ৬৪ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২২ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৭৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২২৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১৩৫০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১ দশমিক ২০ পয়েন্ট কমে ২১০৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪০৯ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৪১ লাখ টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩১৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০০টি কোম্পানির, বিপরীতে ৩২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Exit mobile version