অক্টোবরে টিসিবির পেঁয়াজ ও চিনি ‘প্রাপ্যতা সাপেক্ষে’

অক্টোবর মাসে ফ্যামেলি কার্ডধারীদের জন্য সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিপণন শুরু হবে রোববার।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এদিন সকাল ১০টায় ঢাকার ধানমন্ডি লেক এলাকায় বিপণন কার্যক্রমের উদ্বোধন করবেন।

এই মাসে টিসিবির পণ্য তালিকায় ভোজ্য তেল, মসুর ডাল, চাল চিনি ও পেঁয়াজ রয়েছে। তবে টিসিবির সংবাদ বিজ্ঞপ্তি বলছে, মজুদ কম থাকায় পেঁয়াজ ও চিনি সব গ্রাহক পাবেন না।

এই মাসে প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে ৭০ টাকা কেজি দরে এক কেজি করে চিনি বিক্রি করা হবে। আর আমদানির অপেক্ষায় থাকা পেঁয়াজ প্রাপ্তি সাপেক্ষে শুধুমাত্র ঢাকা মহানগরীর কার্ডধারীদের দেওয়া হবে। একজন গ্রাহক ৩৫ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

এছাড়া ১০০ টাকা কেজি দরে ২ লিটার ভোজ্যতেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল ও ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চালের বরাদ্দ রয়েছে।

সারা দেশে ডিলার নিয়োগ দিয়ে পণ্য বিপণন করছে টিসিবি। ইউক্রেইন যুদ্ধ শুরু আগে মাসে অন্তত ২২ দিন পণ্য বিপণন চললেও ফ্যামেলি কার্ড চালু হওয়ার পর একজন গ্রাহক মাসে একবারের জন্যই পণ্য পেয়ে থাকেন।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর