economistpost.com

রমজানে পুঁজিবাজারের লেনদেনে নতুন সময়সূচি

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রধান শেয়ারবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বৃহস্পতিবার (০৭ মার্চ) এ তথ্য জানিয়েছে একচেঞ্জটি।

তথ্য অনুযায়ী, রমজানে ডিএসইর অফিস সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ২০ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

রমজান মাস এবং ঈদ-উল-ফিতর-এর ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের অফিস আগের নিয়মে চলবে।

এর আগে রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

Exit mobile version