economistpost.com

এস আলমের চিনিকলে উৎপাদন শুরু

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ শনিবার উৎপাদনে ফিরছে চট্টগ্রামের এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিষয়টি নিশ্চিত করেছেন এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক (মানবসম্পদ বিভাগ) মোহাম্মদ হোসাইন।

তিনি বলেন, আজ থেকে চিনি উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা আছে; এ লক্ষ্যে কাজ চলছে। তবে আগে যে চিনির মজুত ছিল, তার সরবরাহ অব্যাহত ছিল।

এদিকে উৎপাদন শুরুর আগে কারখানার গুদাম থেকে আগুনে পুড়ে নষ্ট হওয়া চিনি সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি খুব অল্প সময়ের মধ্যে কারখানা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করতে চায় চিনিকল কর্তৃপক্ষ।

গত সোমবার বেলা ৩টা ৫৫ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় কর্ণফুলী নদীর পাড়ে অবস্থিত এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। শেষমেশ বৃহস্পতিবার বেলা ১১টায় কারখানার আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডের পর কারখানায় চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কারখানায় পাঁচটি গুদাম আছে; এর মধ্যে ১ নম্বর গুদামে আগুন লাগে। সেই গুদামে ১ লাখ ২০ হাজার টন অপরিশোধিত চিনি ছিল। তবে আগুনে অন্য চারটি গুদামের তেমন ক্ষতি হয়নি।

এই অগ্নিকাণ্ডের কারণ উদ্‌ঘাটনে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিভাগীয় কমিশনার কার্যালয়; কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুনুর রহমানকে। আগুন লাগার পর ইছানগর ও আশপাশের এলাকায় পরিবেশ বিপর্যয় হয়েছে।

Exit mobile version