economistpost.com

ইমাম বাটনের শেয়ারদর বৃদ্ধি তদন্তে বিএসইসির নির্দেশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানির শেয়ারের দাম অস্বভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের একটি তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দর ০৭ মার্চ ১০৪ টাকা ৪০ পয়সা ছিল। যা বৃদ্ধি পেয়ে ২৬ অক্টোবর ১৯৪ টাকা ১০ পয়সা হয়েছে। শেয়ার মূল্যের অস্বাভাবিক গতিবিধির জন্য উক্ত কোম্পানিটির সাম্প্রতিক সময়ের লেনদেনের (ট্রেডিং) উপর তদন্তের নির্দেশনা দিয়ে ২৮ নভেম্বর ডিএসইকে বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ থেকে পত্র মারফত তদন্তের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ডিএসইকে তদন্ত প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

 

Exit mobile version