economistpost.com

তথ্য ছাড়াই বাড়ছে জিকিউ বলপেনের শেয়ার দর

GQ ball penGQ ball pen জিকিউ বলপেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে এমনটিই জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, ডিএসইতে গত ২১ নভেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিল ১১৩ টাকা ৪০ পয়সা। আর আজ বৃহস্পতিবার বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ১৫৭ টাকা ৩০ পয়সা উন্নীত হয়। অর্থাৎ মাত্র ৭ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৪৩ টাকা ৯০ পয়সা।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Exit mobile version