লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

ডিএসই

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৩০নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৪ দশমিক ৪৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২২৩ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচকে ১ দশমিক ৯১ পয়েন্ট এবং ডিএস৩০ সূচকে ৪ দশমিক ৯৬ পয়েন্ট যোগ হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩০২ কোটি ৯৫ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩০৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৬৯ কোম্পানির। বাকি ৭০ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর