এমারেল্ড অয়েলের ১০ লাখ শেয়ার বেচলো মিনোরি বাংলাদেশ

পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা স্টক একেচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এমারেল্ড অয়েলের করপোরেট পরিচালক মিনোরি বাংলাদেশ লিমিটেডের হাতে থাকা কোম্পানিটির ৩ কোটি ৬২ লাখ ২৫ হাজার ৪টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তিনি এই পরিমান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলেন।

লাভেলোর এমডি একরামুল হকের হাতে থাকা কোম্পানিটির ৩ কোটি শেয়ারের মধ্যে ৩০ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। এর আগে গত ১৪ মার্চ মিনোরি বাংলাদেশ আলোচ্য পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছিলো।

২০১৪ সালে ডিএসইতে তালিকাভুক্ত হওয়া এমারেল্ড অয়েলের মোট শেয়ারের ৫৯ দশমিক ৬১ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে। এর আগে কোম্পানিটির বিরুদ্ধে আইনের তোয়াক্কা না করেই কোনো রকম ঘোষণা ছাড়াই শেয়ার ক্রয়ের অভিযোগ উঠেছিলো।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর