economistpost.com

বিএসআরএমের প্লেসমেন্টহোল্ডারের শেয়ার ক্রয় সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের প্লেসমেন্ট শেয়ারহোল্ডারের (৯ দশমিক ৮৩ শতাংশ) শেয়ার ক্রয় সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ারহোল্ডার আলী আসগর বদরুদ্দিন আফ্রিকাওয়ালা ১০ লাখ শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের বিদ্যমান বাজারদরে এ শেয়ার কিনেছেন তিনি।

এর আগে গত ২০ মার্চ তিনি শেয়ার কেনার বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জকে জানিয়েছেন।

২০১৫ সালে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেডের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৯৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৩ হাজার ৬৯৩ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ২৯ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৬২৬। এর মধ্যে ৪৭ দশমিক ১২ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে।

এছাড়া ১৪ দশমিক ৭৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১৭ দশমিক ২৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২০ দশমিক ৮১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। গত এক বছরে বিএসআরএম লিমিটেডের শেয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৯০ টাকা ও ৯৪ টাকা ৮০ পয়সা।

Exit mobile version