economistpost.com

পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি পেলো সিঙ্গার বিডি

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ (বিডি) লিমিটেডকে পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। বুধবার (২৭ মার্চ) ঢাকা স্টক একচেঞ্জ সূত্র এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি একচেঞ্জকে জানায়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) অবস্থিত সিঙ্গার বাংলাদেশের হোম অ্যাপ্লায়েন্স প্ল্যান্টের পরীক্ষামূলক উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা।

১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডি বর্তমানে ‘এ’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৯৯ কোটি ৭০ লাখ টাকা। গত এক বছরের কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর ১৬৭ টাকা এবং সর্বনিম্ন ১৪২ টাকা।

৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ২৪ পয়সা।

Exit mobile version