economistpost.com

ডিজিটাল প্লাটফর্মে এজিএম করবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি গ্রীণ ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী ৩১ মার্চ সকাল ১১টায় কোম্পানিটির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) হাইব্রিড সিস্টেমের পরিবর্তে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ মার্চ।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা করেছে গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ১১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৩ টাকা ১৮ পয়সা।

Exit mobile version