economistpost.com

সূচক বাড়লেও লেনদেন কমেছে শেয়ারবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।

সূত্র মতে, রবিবার (০৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৮ দশমিক ৯১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৬ হাজার ২৩১ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ২ দশমিক ১২ পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ০ দশমিক ১৫ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ মোট ৩৪৯ কোটি ০১ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৮৮ কোটি ৬৯ লাখ টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩২২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮১ টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৯৩ কোম্পানির। বাকি ৪৮ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

Exit mobile version