জ্বালানি তেলের দামে দুঃসংবাদ

ইসরায়েল-ইরান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। শুক্রবার (১২ এপ্রিল) এ খবর জানিয়েছে সিএনবিসি।

এর আগে গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হয়। এরপরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দেয়। ওই সময় লোহিত সাগরে হুতিদের হামলার পর বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যায়।

সম্প্রতি জর্ডানে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলের হামলার পর রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। এমন অস্থিরতার মধ্যেই ফের তেলের দাম বাড়ল।

আগামী মাসে যে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেল সরবরাহ করবে সেটির প্রতি ব্যারেলের দাম আজ শুক্রবার ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ১৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, জুনে যে ব্রেন্ট ক্রুড তেল সরবরাহ হবে, সেটির প্রতি ব্যারেলের দাম এদিন ১ দশমিক শূন্য ৪ ডলার বা ১ দশমিক ১৬ ডলার বেড়ে ৯০ দশমিক ৭৯ ডলারে উঠেছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর