economistpost.com

শেয়ারবাজারে লেনদেন ছাড়ালো ৫০০ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে এদিন ডিএসইতে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৬ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২ দশমিক ৯০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৫০ পয়েন্টে দাড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচক বেড়েছে দশমিক ৫৮ পয়েন্ট।আর ডিএস৩০ সূচক দশমিক ৬৯ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৫২৮ কোটি ৯৫ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬০ কোটি টাকা।

আজ দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩৩৫ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৯০ কোম্পানির। বাকি ৬৩ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

Exit mobile version