economistpost.com

শেয়ারবাজারে কমেছে লেনদেন

ডিএসই

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের বৃদ্ধিতে লেনদেন শেষ হয়েছে। আগের দিনের তুলনায় এদিন ডিএসইতে টাকার অংকে কমেছে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ০৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সূচকটি আজ বাজার শেষে ৬ হাজার ২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন প্রধান সূচকের সঙ্গে ডিএসইর শরীয়াহ্ সূচক ‘ডিএইএস’ বেড়েছে ১ দশমিক ০৮ পয়েন্ট। আর ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৪৫ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ মোট ৪৫০ কোটি ২০ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২৮ কোটি ৯৫ লাখ টাকা।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজারে মোট ৩১০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৫৮ কোম্পানির। বাকি ৯২ কোম্পানির শেয়ারের দাম আজ কমেছে।

Exit mobile version