সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ডের।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহে প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারদর ৩৮ দশমিক ৪১ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বমোট ১৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩৬ দশমিক ৪২ শতাংশ। তৃতীয় স্থানে থাকা স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩১ দশমিক ৭১ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, এসকে ট্রিমস, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক, সিএপিএম ইসলামী ব্যাংক, খুলনা প্রিন্টিং, অ্যাডভেন্ট ফার্মা, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর